1. akaskuakata@gmail.com : akas :
  2. zakirkuakata@gmail.com : zakir :
মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ন

মাস্ক পরলে চশমা ঘোলা হচ্ছে? সমাধান জেনে নিন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ১৫৭ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের কারণে মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তাই এই মাস্কের কারণে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়। তার মধ্যে একটি হচ্ছে ফেস মাস্ক পরলে চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া। ফেস মাস্কের মধ্যে দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়ার কারণে বাষ্প জমে চশমার কাঁচ যে ঘোলা হয়ে যায় তা কাটানোর কিছু সহজ পরামর্শ আছে।

পরামর্শ এক: গুজে নেয়া পদ্ধতি

মাস্ক চশমার কাঁচের উপর থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে।

পরামর্শ দুই: টিস্যু ব্যবহারের পদ্ধতি

মাস্কের উপরের অংশে পেছনে টিস্যু লাগিয়ে নিন, বাষ্প শুষে নেবার জন্য।

পরামর্শ তিন: সাবান ব্যবহারের পদ্ধতি

চশমার কাঁচ সাবান পানিতে ধুয়ে নিন। এতে কাঁচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি পছন্দ হলে শেয়ার করুন।

আরো খবর
অফিসঃ-১১/১৭৫ কামার গোপ, ডেমরা, ঢাকা।